স্কুলের নিয়মাবলী
প্রশাসনিক প্রয়োজন ব্যতীত কোন অভিভাবক স্কুল চত্ত্বরে প্রবেশ বা অবস্থান করতে পারবেন না। বিশেষ ক্ষেত্রে প্লে ও নার্সারী শ্রেণির শিক্ষার্থীদের জন্য কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে প্রথম এক মাস স্কুল চত্বরে অপেক্ষা করতে পারবেন।
স্কুল সংক্রান্ত যেকোন বিষয় জানার জন্য প্রিন্সিপাল কিংবা অফিসে যোগাযোগ করতে হবে। প্রয়োজনে শিক্ষকদের সাথে সরাসরি কথা বলা যাবে। স্কুলের শিক্ষক বা কর্মচারীদের সাথে কোন রকম ব্যক্তিগত যোগাযোগ করা যাবে না।
লেখাপড়ার মান উন্নয়ন ও স্কুলের কার্যক্রম নিয়ে সচেতন অভিভাবকবৃন্দের মতামত আমাদের কাছে গুরুত্বপূর্ণ। এজন্য প্রতিমাসে অভিভাবকবৃন্দ মাসিক পরীক্ষার খাতা দেখার সময় শ্রেণি শিক্ষকের কাছে তাদের মূল্যবান পরামর্শ দিতে পারবেন।
স্কুল ছুটির পর শিক্ষার্থীকে স্কুলের তত্বাবধানে অভিভাবকের নিকট পৌঁছে দেওয়া হয়।শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে গেইটে শৃঙ্খলা রক্ষায় অভিভাবকদের সহযোগিতা একান্ত কাম্য।
প্রত্যেক শিক্ষার্থীকে নিয়মিত প্রাতকালীন সমাবেশ আরম্ভ হওয়ার ১০ মিনিট পূর্বে স্কুল প্রাঙ্গণে উপস্থিত থাকতে হবে।পরিচ্ছন্ন ও পরিপূর্ণ স্কুল ড্রেস ছাড়া শিক্ষার্থীকে স্কুলে প্রবেশ করতে দেওয়া হয় না।
শ্রেণি অভিক্ষা ও সাময়িক পরীক্ষার খাতা নির্ধারিত তারিখ ব্যতীত দেখানো হয় না।অভিভাবকের অনুপস্থিতিতে খাতা দেখার জন্য প্রতিনিধি প্রেরণ করা যেতে পারে।