History

প্রতিষ্ঠান পরিচিতি

বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘ (বিএনএফডব্লিউএ) খুলনা শাখা কর্তৃক পরিচালিত নৌ পরিবার শিশু নিকেতন খুলনা একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান। সুদীর্ঘ ৩০ বছরের অভিজ্ঞতার আলোকে প্রসিদ্ধ স্কুলটি বর্তমানে খুলনা জেলার অন্যতম শিশু-শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সর্বজনস্বীকৃত।

কোমলমতি শিশুদের সুপ্ত মেধা ও মননের সঠিক বিকাশে প্রতিশ্রুতিবদ্ধ এবং শিশুদের মনস্তাত্ত্বিক গবেষণার আলোকে প্রনীত পাঠ-পরিকল্পনা বাস্তবায়নে অভিজ্ঞ শিক্ষকমণ্ডলীর পরিচর্যায় শিশুদের আলোকিত ভবিষ্যৎ বিনির্মানে দক্ষ এই প্রতিষ্ঠান।

২০২৩ সাল থেকে নতুন শিক্ষানীতি অনুসরণ করে সৃজনশীল পদ্ধতিতে শিক্ষার্থীদের মৌলিক ও নৈতিক শিক্ষার আদর্শ ভিত্তি গঠনের মাধ্যমে আলোকিত মানুষ গড়ার দৃঢ় প্রত্যয়ে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

নৌ বাহিনীর মনোরম, সুশৃঙ্খল ও নিয়মতান্ত্রিক পরিসরে অবস্থিত নৌ পরিবার শিশু নিকেতন খুলনা শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক নিরাপত্তার সর্বোচ্চ নিশ্চয়তা প্রদান করে।

৫ম শ্রেণির সমাপনী পরীক্ষায় ধারবাহিকভাবে শতভাগ এ প্লাস প্রাপ্তির রেকর্ডের অধিকারী শিশু নিকেতন খুলনা স্কুলে শ্রেণি শিক্ষার পাশাপাশি নিয়মিত খেলাধুলা ও সহ-শিক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়।

মহান শহীদ দিবস, জাতীয় শিশু দিবস, স্বাধীনতা দিবস, পহেলা বৈশাখ, জাতীয় শোক দিবস ও বিজয় দিবসে হাতের লেখা, আবৃত্তি, রচনা, ক্বেরাত, চিত্রাঙ্কন ইত্যাদি প্রতিযোগিতা ও আলোচনা অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের মেধা ও দেশপ্রেমের বিকাশ ঘটানো হয়।
প্রত্যেক শিক্ষার্থীর নিজস্ব ডায়েরিতে প্রাত্যহিক হোম ওয়ার্ক, মাসিক পরীক্ষার রুটিন, ফলাফল ও অন্যান্য নোটিশ প্রদানের মাধ্যমে অভিভাবকের সাথে স্কুলের যোগাযোগ নিশ্চিত করা হয়।

প্রতি মাসে অনুষ্ঠিত ক্লাস টেস্ট এর খাতা দেখার জন্য নির্দিষ্ট সময়ে অভিভাবকদের আমন্ত্রণ জানানো হয় এবং খাতা দেখার সময় অভিভাবক প্রয়োজনে শ্রেণি শিক্ষক ও বিষয় শিক্ষকদের সাথে সরাসরি আলোচনা করে শিক্ষার্থীর অগ্রগতি নিশ্চিত করতে পারেন।
স্কুলে অবস্থিত প্রশস্ত মাঠে শাখাভিত্তিক শিক্ষক ও স্টাফদের তত্বাবধানে শিক্ষার্থীদের বিভিন্ন খেলার আয়োজন করা হয়।
শিক্ষার্থীদের সামাজিকীকরণ, উৎসাহ প্রদান ও চিত্তবিনোদনের লক্ষ্যে প্রতিবছর পিকনিক ও ক্লাস পার্টি এবং ৪র্থ ও ৫ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য শিক্ষা সফর আয়োজন করা হয়।